সাতক্ষীরা

সুন্দরবন সিবিও’র নারী দিবস পালন

By daily satkhira

March 08, 2018

নিজস্ব প্রতিবেদক : সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন-ধারা স্লোগানে সুন্দরবন সিবিও এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা এডিপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সিবিও অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন সিবিও সভানেত্রী মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক প্রভাষক ভূধর চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক শফিউদ্দিন ময়না, বিশিষ্ট সমাজ সেবক ছালেকা হক (কেয়া)। এসময় আরো উপস্থিত ছিলেন সুন্দরবন সিবিও কার্যকারী সদস্য মালেকা পারভীন, সুফিয়া বেগম, রুবিয়া বেগম, সেলিনা খাতুন, হেলেনা পারভীন, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। নারীদের আত্মসামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারীদেরকে ঘরে আটকে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য পুরুষের পাশাপাশি নারীদেরও কাজের সুযোগ করে দিতে হবে।