খেলা

জাতীয় স্কুল ক্রিকেটের পুরস্কার বিতরণী

By daily satkhira

March 08, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সফ্টরক প্রিমিয়ার ক্রিকেট ও প্রথম বিভাগ ক্রিকেট, প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট ও অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘খেলা ধূলা দেহ মনকে সতেজ রাখে। সুস্থ্য থাকতে খেলা ধূলার বিকল্প নেই। সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে ব্যাপক সাফল্য ধরে রেখেছে। সাতক্ষীরার ক্রীড়াবিদরা এ জেলাকে বিশে^র দরবারে ব্যাপক পরিচিতি পাইয়ে দিয়েছে। ক্রীড়াবিদদের সাতক্ষীরার সাফল্য ও ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, প্রাইম ব্যাংক হেড অব ব্র্যাঞ্চ সাতক্ষীরা কে.এ. নাজমুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সফ্টরক প্রিমিয়ার ক্রিকেট ও প্রথম বিভাগ ক্রিকেট, প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট ও অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, তৈয়েব হাসান, রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আলতাপ হোসেন, ইদ্রিস বাবু, হাফিজুর রহমান খান বিটু, স.ম সেলিম রেজা, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।