সাতক্ষীরা

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ শীর্ষক আলোচনা

By daily satkhira

March 08, 2018

নিজস্ব প্রতিবেদক : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদরের বল্লী ইউনিয়নে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে বল্লী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ণ ও নারীর অধিকার দিয়ে নারীদের সম্মানিত করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যা বলে তাই করে। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী ২৬ শে মার্চ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষণা করা হবে। আর ২০২১ সালে বাংলাদেশকে বিশে^র একটি উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করা হবে। জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। নারীদের ভোট অনেক মুল্যবান। নারীদের ভোটের মাধ্যমে ভোটে জয় পরাজয় ঘটে। তাই নারীদের খুব বেশি সচেতন হতে হবে।’ স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং বল্লী ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, সাংবাদিক ইয়ারব হোসেন, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, শেখ খাইরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে উন্নয়নের জারী গান পরিবেশন করেন আক্তার হোসেন বয়াতী ও তার দল এবং সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. মনিরুজ্জামান।