শ্যামনগর

নৃ-তাত্ত্বিক জনগোষ্টির উদ্যোগে বিশ্ব নারী দিবস উদ্যাপন

By daily satkhira

March 08, 2018

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে সকাল ১১টায় শ্রীফলকাটি মধ্যমিক বিদ্যালের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে “আসুন গড়ি বন্ধন, বন্ধ করি নারী নির্যাতন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ্য সভা যাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ আশেক এলাহী মুন্না । প্রধান অতিথীর আসন গ্রহন করেন রিলিফ ইন্টারন্যাশনাল এর সিনিয়র প্রোগ্রাম অফিসার দিপঙ্কার সাহা । বিশেষ অতিথির আসন গ্রহন করেন অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসাইন, তারাপদ মুন্ডা, তাপস মুন্ডা, সনজয় মাঝী, সিনিয়র শিক্ষক মজনূ এলাহী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।প্রথম পর্বে মধ্যে টি-শার্ট বিতরনের মধ্য দিয়ে বর্ণাঢ্য সভা যাত্রা অনুষ্ঠিত হয়। উপকুলীয় নৃ-তাত্তিক জনগোষ্টির উন্নয়নের প্রতিষ্ঠান সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে রিলিফ ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় শ্রীফলকাটি মধ্যমিক বিদ্যালের সভা কক্ষে বিশ্ব নারী দিবস পালন দিবস পালিত হয়। শ্রেণির শিক্ষার্থীরা নারী দিবস উপলক্ষে বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভার মাধ্যমে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের কবিতা, বক্তৃতায় মনোরম অংশগ্রনের মাধ্যমে প্রানবন্ত অনুষ্ঠানটি হয়ে ওঠে।