আন্তর্জাতিক

সু চির পদক ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

By Daily Satkhira

March 09, 2018

রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর আক্রমণ বন্ধ না করা, এমনকি তাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের কথা স্বীকার না করায় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া পদক প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেড় দশক গৃহবন্দিত্বে কাটানো সু চিকে ২০১২ সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্মানজনক এলি উইসেল পদক দেওয়া হয়েছিল। এই জাদুঘরের প্রতিষ্ঠাতাদের একজন নোবেলজয়ী উইসেল। নািসদের নির্যাতন থেকে বেঁচে যাওয়া উইসেলকেই প্রথম এই পদক দেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নািসদের নৃশংসতার শিকার ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত ওয়াশিংটনের হলোকাস্ট জাদুঘর কর্তৃপক্ষ বুধবার এক চিঠিতে বলেছে, এটা খুবই অনুতাপের, আমরা এই পদক প্রত্যাহার করছি। এ সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য ছিল কঠিন।