প্রেস বিজ্ঞপ্তি: সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাতক্ষীরা -এর আয়োজনে “প্রবীনদের সমস্যা ও সমাধাধানে করণীয়” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ১০ মার্চ ২০১৮ শনিবার সাতক্ষীরা সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবীন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জ্যোতির্ময় পাল, এমডি, এফআরসিপি, এফআইসিপি, এফএসিপি, ডব্লিউএইচও ফেলো। তিনি বর্তমানে ভারতের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতায় প্রবীন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। তিনি এসোসিয়েশন অব ফিজিশিয়াসন অব ইন্ডিয়া’র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ এবং সহ-সভাপতি, আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস (ইন্ডিয়া চ্যাপটার) -এর মত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। তাঁর পূর্বপুরুষ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেশ ছেড়ে যান তাঁরা। মূল বক্তা হিসেবে আরও বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের সাবেক সহ-সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. মোহাম্মদ শাহজাহান, এমসিপিএস (বাংলাদেশ), এমডি (পুনে ইউনিভার্সিটি)। তিনি বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর পাবলিক হেলথ এ্যাডমিনিস্ট্রেশন এন্ড হসপিটাল ম্যানেজমেন্টর অধ্যাপক হিসেবে কর্মরত এবং স্কুল অব হেলথ সায়েন্সের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের অধীনে সাতক্ষীরা অঞ্চলে বীরত্বের সাথে যুদ্ধ করেন। উক্ত সেমিনারটির সভাপতিত্ব করবেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সভাপতি মেডিসিন বিশষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান এবং সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, সাতক্ষীরার সকল সদস্যবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। সাতক্ষীরার মতো জেলা শহরে এই ধরণের আন্তর্জাতিক সেমিনার এটাই প্রথম। সংগঠনের সভাপতি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাতক্ষীরা জেলার প্রবীনদের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ করে চলেছে। সংগঠনের উদ্দেশ্য জেলার প্রবীনদেরকে আমৃত্যু যতদূর সম্ভব ভাল রাখা। শতাধিক সদস্য-সদস্যার সমন্বয়ে সংগঠনটি এগিয়ে চলেছে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন, সভা, সেমিনার, পিকনিক, র্যালী এসকল কর্মসূচীর মাধ্যমে প্রবীনদের প্রতি সচেতন হবার আহবান জানাচ্ছে সংগঠনটি।