রাজনীতি

সম্মেলন পেছানো নিয়ে ঢাবিতে ছাত্রলীগের তিন নেতাকে মারধর

By Daily Satkhira

March 09, 2018

ছাত্রলীগের ২৯তম সম্মেলন পেছানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তিন নেতাকে মারধর করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ নেতারা হলেন- সূর্য সেন হলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মিশকাত হাসান, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী সাগর রহমান এবং সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি কামাল উদ্দিন।

আহতদের দাবি মারধরকারীরা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের পদধারী। সম্মেলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের মারধর করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি গোলাম সরওয়ার সম্মেলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী সাগর রহমান একটি কমেন্ট করেন। এতে ক্ষিপ্ত হন সরওয়ার ও তার অনুসারীরা। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে সূর্য সেন হলে মিশকাত হাসানের কক্ষে (কক্ষ নম্বর- ১৬৯) গেলে কামাল উদ্দিন ও সাগর রহমানের উপস্থিতির খবর পেয়ে ওই কক্ষের সামনে হলটির ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক ইমরান হোসেন সাগরের নেতৃত্বে হল সভাপতি সরওয়ারের অনুসারী ১৫-২০ জন নেতাকর্মী অবস্থান নেয়।

এক পর্যায়ে নিজ কক্ষ থেকে বের হয়ে মিশকাত সেখানে নেতাকর্মীদের উপস্থিতি সম্পর্কে জানতে চায়। এ সময় তারা বলে রুমে সাগর আছে তাকে বের হতে বলেন। এক পর্যায়ে সাগর রুম থেকে বের হলে কয়েকজন তাকে মারধর শুরু করে। এ সময় মিশকাত ও কামাল তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের ওপরও চড়াও হয় সরওয়ারের অনুসারীরা। এরপর তাদের তিনজনকে ধরে হলের বাইরে নিয়ে এসে মল চত্বরে মারধর করে। এ সময় ইট দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায় মিশকাতের।

এ বিষয়ে জানতে চাইলে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ার বলেন, আমি ঘটনাটা শুনেছি। যারা মারধরে জড়িয়েছে তারা ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, যারা মারধরে জড়িয়েছে তারা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। তবে ছাত্রলীগের কেউ যদি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।