কলারোয়া

কলারোয়ায় দিনব্যপী শিক্ষা উপকরণ মেলা

By daily satkhira

March 09, 2018

কলারোয়া,প্রতিনিধি: কলারোয়ায় দিনব্যপী শিক্ষা উপকরণ মেলা ও মিনা পরিদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা ও মিনা পরিদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ মেলাটির আয়োজন করা হয়। বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ১২৭টি স্কুলের মধ্যে ৫টি ক্লাস্টারভুক্ত স্টলের শিক্ষকদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, আলমগীর হোসেন, আশিকুজ্জামান রানা, রবি শংকর দেওয়ান, বাবলু রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলাম, শিক্ষক রেহেনা খাতুন, মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, আহসান উল্লাহ, হেনা বানু, সাবিনা খাতুন, পার্বতী পাল ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। উল্লেখ্য- উপজেলার ১২৭টি স্কুলের মধ্যে ৫টি ক্লাস্টারভুক্ত মেলার স্টল ঘুরে দেখেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন সহ শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবার মেলাটিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক দর্শনার্থী এ মেলা উপভোগ করেন।