আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নির্যাতনের বিচারের আহ্বান

By Daily Satkhira

March 10, 2018

রোহিঙ্গাদের ওপর ব্যাপক নিপীড়নের অভিযোগে মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখে দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন শীর্ষ জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা জেইদ রাদ আল হুসাইন। সেখানে গণহত্যা হয়েছে বলে হুসাইন সন্দেহ প্রকাশ করেন।

এর আগে গত বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও (এইচআরডাব্লিউ) মিয়ানমার সরকারের বিরুদ্ধে আইসিসি’তে অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছিল।

গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে হুসাইন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নির্যাতনে বিচারের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হুসাইন মিয়ানমার সরকারের কাছেও রাখাইনের পরিস্থিতি তদন্ত করে দেখার জন্য পর্যবেক্ষকদেরকে সেখানে যেতে দেওয়ার আহ্বান জানান।

এর আগে জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা বলছি, সেখানে গণহত্যা হয়ে থাকতে পারে বলে সন্দেহ ঘনীভূত হয়েছে। কিন্তু বিষয়টি একমাত্র আদালতই নিশ্চিত করতে পারে।

গত বুধবার জেইদ রাদ আল-হুসাইন বলেছিলেন, রাখাইনে সেনাঅভিযান নিয়ে বিশ্বজুড়ে অভিযোগ ওঠার পরও মিয়ানমার সেনাবাহিনী তদন্ত প্রতিবেদন প্রকাশে গড়িমসি করেছে।