সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রবীণদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার

By daily satkhira

March 10, 2018

রাহাত রাজা : প্রবীণদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ সুশান্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পবলিক হেলথ এ্যাডমিনিসট্রেশন এন্ড হাসপাতাল ম্যানেজমেন্টের প্রফেসর মেজর জেনারেল(অবঃ) ডাঃ এম শাহজাহান, ভারতের অব মেডিসিন এন্ড জেরিয়াট্রিসিয়ানের প্রফেসর জোর্তিময় পাল। এ সময় বক্তারা বলেন, আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে। আমাদের অবসরের বয়স ৫৯ বছর। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মনোজগৎ পরিবর্তন হতে থাকে। আমরা যেভাবে বড় হয়েছি এখনকার ছেলে মেয়েরা সেভাবে হচ্ছে না। সামাজিক সুরক্ষার কারণে বয়স্কদের পাঠানো হচেছ বৃদ্ধাশ্রমে। এসকল বিষয়ে আমাদের আরো সচেতনতা প্রয়োজন। বেশিরভাগ মানুষের অসুখ হয় মানসিক সমস্যার কারণে। বৃদ্ধাশ্রম বন্ধ করতে হবে আর আমাদের অনেক মানবিক হতে হবে। মুল প্রবন্ধে ডাঃ শাহজাহান বলেন, উন্নত বিশ্বেব ১১/১২ ভাগ লোক প্রবীণ। আমাদের দেশে ৬ ভাগ লোক প্রবীণ। ১৯৭৭ সালে আমাদের দেশে কর্মক্ষম লোকের সংখ্যা ছিল ৯৩ ভাগ। বর্তমানে ৫২ ভাগ। কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার মানসিকতা তৈরি করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্যিক শহিদুর রহমান