সাতক্ষীরা

বিভিন্ন দাবিতে নাগরিক আন্দোলন মঞ্চের সভা

By daily satkhira

March 10, 2018

জলাবদ্ধতা নিরসনে সকল নদী খাল খনন, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ভোমরা স্থল বন্দরের আধুনিকায়ন ও সুন্দরবন কে কেন্দ্র করে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র শিল্প, বাইপাস সড়ক আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত রেল লাইনসহ সকল রাস্তাঘাট সংস্কারের দাবিতে নাগরিক আন্দোলন মঞ্চের এক আলোচনাসভা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি এড. ওসমান গণি, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীল, সিনিয়র সিটিজেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, চারুকলা এসোসিয়েশন জেলা শাখার সভাপতি এম এ জলিল, রওনক বাসার, মিজানুর রহমান, সুশীলনের জেলা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, শেখ জাহাঙ্গীর আলম মেনন প্রমুখ। বক্তারা বলেন, বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা জেলাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে হলে সাতক্ষীরার প্রাণ সায়ের খাল, বেতনা, মরিচ্চাপসহ সকল নদী খাল খনন করা না হলে এবারও সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, পলাশপোল, রসুলপুরের একাংশ, খড়িবিলা, রইচপুর, পুরাতন সাতক্ষীরার বদ্দীপুর কলোনি, তালতলা, ডাঙ্গীপাড়াসহ আরো নতুন এলাকা প্লাবিত ও দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ কারণেই স্থানীয় প্রশাসনকে তড়িত ব্যবস্থা গ্রহণ করার জন্য নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ আহ্বান জানান। আগামী শনিবার সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ বেতনা, মরিচ্চাপ, ভাড়–খালী ও প্রাণ সায়ের খাল পুন:খনন ও জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনমত গড়ে তোলার জন্য উপরেল্লিখিত এলাকায় ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় সভা ও জলাবদ্ধতা এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। প্রেস বিজ্ঞপ্তি