ডেস্ক: বিভিন্ন সময় নারীদের নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করেছেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্প মার্কিন নারীদের ভোট একদমই পাবেন না বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু ঘটনা ঘটেছে অন্যরকম, আশঙ্কা কাটিয়ে মার্কিন নারীদের ভোট পেয়েছেন। শ্বেতাঙ্গ নারীদের ভোট ঢালাওভাবে পড়েছে ট্রাম্পের ঘরে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির তথ্য অনুযায়ী, রক্ষণশীল মার্কিন নারীদের ৭৮ শতাংশই ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। এই দলের নারীদের মাত্র ১৮ শতাংশ ভোট দিয়েছেন ডেমোক্রেট হিলারি ক্লিনটনকে। আবার ৪৫ থেকে ৬৪ বছর বয়সী শ্বেতাঙ্গ নারীর ৫৮ শতাংশই ভোট দিয়েছেন ট্রাম্পকে। তাদের মাত্র ৩৯ শতাংশ ভোট দিয়েছেন হিলারিকে। আবার প্রোটেস্ট্যান্ট শ্বেতাঙ্গ নারীদের ৬৪ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে এই নারীদের মাত্র ৩২ শতাংশ হিলারিকে ভোট দিয়েছেন।
অবশ্য সব বয়সের শ্বেতাঙ্গ মার্কিন নারীদের ভোটে ট্রাম্প ও হিলারির পার্থক্য কম। এরপরও বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। সব বয়সের শ্বেতাঙ্গ নারীর ৫৩ শতাংশই ট্রাম্পকে ভোট দিয়েছেন। হিলারিকে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ।