রাজনীতি

ট্রাম্প ধাক্কায় কুপোকাত এশিয়ার পুঁজিবাজার

By Daily Satkhira

November 09, 2016

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা থেকে এখন পর্যন্ত পাওয়া হিসেব মতে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা সর্বোচ্চ। এই খবরে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে।

মহাদেশের সবগুলো প্রধান পুঁজিবাজার এখন নিম্নমুখী। মানুষ এখন অর্থ লাগাচ্ছেন সেফ হ্যাভেন স্টক, স্বর্ণ আর ইয়েনের মতো মুদ্রা কেনার পেছনে।

নির্বাচনের ধাক্কায় মার্কিন ডলারের প্রেক্ষিতে মেক্সিকান মুদ্রা পেসোর দাম সর্বকালের সর্বনিম্ন হয়ে গেছে। শেয়ার ব্যবসায়ীরা হিলারি ক্লিনটন জিতবেন, এই আশায় নিশ্চিন্ত মনে বসেছিলেন। তাই হাড্ডাহাড্ডি লড়াইও বাজার অস্থির করার জন্য যথেষ্ট।

বুধবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫.২ শতাংশ নেমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচকের দর কমেছে ৩.৮ শতাংশ ও সাংহাই কম্পোজিট কমেছে ১.৬ শতাংশ।

অন্যদিকে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকের ২.১ শতাংশ এবং সাউথ কোরিয়ার কসপি সূচক ৩.১ শতাংশ নেমে গেছে।

গত কার্যদিবসে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান শেয়ারবাজার কাজ শেষ করেছে ভালো অবস্থায়। কিন্তু বুধবার ওয়াল স্ট্রিটের কার্যদিবস শুরু হলে প্রধান সূচক ডাউ জোনস ৮শ’ পয়েন্ট কমে ৪ শতাংশেরও বেশি দর নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।