সাতক্ষীরা

শহরের কুখরালীতে বন্ধ হলো বাল্য বিবাহ

By daily satkhira

March 12, 2018

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার পৌরসভাধীন কুখরালীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে প্রতিরোধ কমিটি। ওই ছাত্রী একই এলাকার আহমাদিয়া দাখিল মাদ্রাসার পড়াশোনা করেন। সোমবার দুপুরে ওই বিবাহ বন্ধ করা হয়। জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, সাতক্ষীরা পৌরসভাধীন ৬নং ওয়াডের কুখরালী গ্রামের আবুল কাশেমের ১২ বছরের কন্যা হালিমা খাতুনকে একই ৫নং ওয়ার্ডের গড়েরকান্দা গ্রামের মোস্তাকিম শেখের ছেলে রফিকুল ইসলামের সাথে মা ও নানা বাড়ির আত্বীয়রা পারিবারিকভাবে বিবাহের সিদ্ধান্ত নিয়েছিল। এব্যাপারে তারা কয়েক দিন পূর্বে সাতক্ষীরার এক আইনজীবী দ্বারা বিবাহের ভূয়া নোটারি পাবলিক করে এবং ইতিপূর্বে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কয়েকজন সদস্য সরেজমিনে পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে, ১২ মার্চ ২০১৮ তারিখে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ৪ধারার ক্ষমতা বলে স্থানীয় সরকারের জেলা পরিষদ সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি এ বিবাহের উপর আগামী ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারী করেছেন। এসময়ে কন্যার পিতা-মাতা, নানী, খালা এবং ছেলে ও তার মা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবেনা বা বিবাহ করবেনা বলে মুচলেকা দেয়।