নিজস্ব প্রতিবেদক : শহরের বাকাল বারুইপাড়ায় আওয়ামীলীগ নেতার ক্রয়কৃত সম্পত্তির সীমানা পিলার ভাংচুরের অভিযোগ উঠেছে। এঘটনায় সাতক্ষীরায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুল কাশেম। অভিযোগ সূত্রে জানাগেছে, খড়িবিলা দক্ষিণপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম বাকাল বারুইপাড়ায় পলাশপোল মৌজায়, খতিয়ান নং, হাল- ১২১৫, দাগ নং- ১৩৫৯৩, জমির পরিমাণ-৭৮ শতকের মধ্যে ৯.৫০ শতক ক্রয় করেন। ক্রয়ের পর গত ২ মার্চ উক্ত জমির সীমানা নির্ধারণ করতে গেলে বাকাল এলাকার শেখ আব্দুস সবুরের ছেলে শেখ কামরুজ্জামান মুকুল, শফিকুজ্জামান তুহিন, লুৎফর রহমানের ছেলে বাবু ও কন্যা ইসমত আরা বাধা দেয়। এসময় তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে খুন জখমের হুমকি প্রদর্শন করলে ভুক্তভোগী আবুল কাশেম সীমানা নির্ধারণ না করে ফিরে আসে। পরের দিন সাতক্ষীরায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং থানার অনুমতিক্রমে তারা সীমানা পিলার পুতে আসেন আবুল কাশেম। এদিকে ওই অভিযোগটি আমলে নিয়ে উভয় পক্ষের মধ্যে মিমাংসা করার জন্য সোমবার সকাল ৯টায় থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কিন্তু কামরুজ্জামান মুকুল গং থানায় হাজির না হয়ে সোমবার সকালে উক্ত সীমানা পিলারগুলো ভাংচুর করে তারা বাঁশের চটা দিয়ে ঘেরা বেড়া দিয়ে দখল করে নেয়। এছাড়া সে সময় তারা উক্ত সম্পত্তিতে না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম তার ক্রয়কৃত সম্পত্তি উক্ত দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।