সাতক্ষীরা

৭দিন মেয়াদী হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান

By daily satkhira

March 13, 2018

নিজস্ব প্রতিবেদক : উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৭দিন মেয়াদী হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তাঁতীলীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় পৌর ৫নং ওয়ার্ড চালতেলা বাগানবাড়ি এলাকায় জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু। এসময় উপস্থিত ছিলেন পৌর তাঁতীলীগের সভাপতি নুর জাহান সাদিয়া, সহ-সভাপতি কাজী ওবায়েদ, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড তাতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পাপন, ৪নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছোটন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, কর্মসেবা ও প্রগতিকে ধারণ করে তাঁতীলীগ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্র“তি অনুযায়ী ঘরে ঘরে চাকুরি আজ বাস্তবে রুপ দিতে পেরেছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা কে বিজয়ী করে তার হাতকে শক্তি করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান ইমাম।