কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের পৃথক দুটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মুরারীকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় বুধবার কলারোয়া থানায় সহিদুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আশরাফুজ্জামান জানান, মুরারীকাটি গ্রামে তার পিতা সহিদুল ইসলামের পৃথক দুটি ৫৫ বিঘা মাছের ঘেরে সোমবার গভীর রাতে পূর্ব শত্রুতার কারনে বিষ প্রয়োগ করে তাদের চাষকৃত বিভিন্ন মাছের চারা ও বড় মাছসহ ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সময় তার পিতা আ.লীগ নেতা সহিদুল ইসলাম ঢাকাতে থাকায় থানায় মামলা করতে এক দিন দেরি হয়েছে। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার কারনে তাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করায় মুরারীাটি গ্রামের সলেমান মল্লিাকের ছেলে সাইদুর রহমান মল্লিক (৪৫), একই গ্রামের মৃত, মোমিন গাজীর ছেলে নেছার আলী গাজি (৪৪), দাউদ মিস্ত্রির ছেলে আমজাদ হোসেন (৪০), মৃত, ওয়াজেদ আলীর ছেলে ছবেদ আলী (৪০) ও মৃত, বদুল্য হাজরার ছেলে নরিম হাজরা (৫০)সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা (নং- ১২) দায়ের করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, আ.লীগ নেতা সহিদুল ইসলামের দুটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করার ঘটনায় তার ছেলে আশরাফুজ্জামান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত তিন/চার জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের আটকের জন্য থানা পুলিশ অভিযান শুরু করেছে।