সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির চেক বিতরণ

By Daily Satkhira

March 14, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রশিক্ষণ প্রাপ্ত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা অগ্রণী ব্যাংক কার্যালয়ে সাতক্ষীরা মহিলা সমিতির আয়োজনে সাতক্ষীরা মহিলা সমিতির সাধারণ সম্পাদক মিসেস খুরশীদ জাহান শিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নসহ নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. সদর উদ্দিন, সহকারি শাখা ব্যবস্থাপক মো. কওছার আলী, মহিলা সমিতির কোষাধ্যক্ষ মহছেনা বেগম, প্রশিক্ষক শামীমা পারভীন ডেইজি প্রমুখ। পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ১শ’৮২ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মজীবি ল্যাকটেটিং মাদারকে চেক প্রদান করা হয়। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় সকল প্রশিক্ষনাথীদেরকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তার প্রদান করা হবে।