কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইফতেখার হোসেনকে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম ও উপজেলার সার্বিক বিষয়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেছেন।
বুধবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সকল দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আলোচনা মাধ্যমে বাল্য বিবাহ, মাদক, যৌতুক, সড়ক মেরামত, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী করাসহ উপজেলার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ বালু উত্তেলন, মাটি কাটা, গাছ কাটা, যন্ত্রতন্ত্র মটর গাড়ী পার্কিং, কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তায় বালু ভতি ট্রাক রাখা, নতুন বেত্রবতী ব্রীজ তৈরী করার পরিকল্পনা, রাস্তায় যানজট মুক্ত রাখা, উপজেলা স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে চেষ্টা করা, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, কমিউনিটি ক্লিনিক গুলোর সেবার মান বাড়িয়ে দেয়া এবং দায়িত্ব অবহেলাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আলোচনা করেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, সাবেক অধ্যক্ষ আবু নছর, সাবেক অধ্যাপক এম এ ফারুক, যুদ্ধকালিন কমান্ডার ও সাবেক সাতক্ষীরা জেলা ডেপুটি কমান্ডার আব্দুল গফফার মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেন গাজী, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, আলহাজ্জ্ব ইউনুছ আলী খান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সহ সভাপতি মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক সম মোর্শেদ আলী, শেখ মোসলেম আহম্মেদ, এ্যাড শেখ কামাল রেজা, চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, আবুল কালাম, শেখ ইমরান হোসেন, আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মোয়াজ্জেম হোসেন, আসলামুল আলম খান আসলাম, গাজী মাহবুবুর রহমান মফে, রবিউল হাসান, কলারোয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসলেম আহমেদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, রাশেদুল হাসান কামরুল, জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক কামরুজ্জামান ও সন্তোষ পাল প্রমুখ আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক ইফেতেখার হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আমি সকলের সহযোগিতা কামনা করি। আর যারা সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চাই তাদের বিরুদ্ধে প্রমান দাখিল করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন বলে বলেন।