সাতক্ষীরা

সেবার মান বৃদ্ধির সাথে সাথে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে —জেলা প্রশাসক

By daily satkhira

November 09, 2016

নিজস্ব প্রতিবেদক : “ সেবার মান বৃদ্ধি করি সবার প্রত্যাশা পূরণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। জেলা প্রশাসক তার বক্তব্যে সেবার মান বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মা ও শিশুদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ জি.এম মুজিবুর রহমান প্রমুখ। প্রজেক্টরের মাধ্যমে মূলপ্রতিপাদ্য উপাস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নকিবুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ প্রবীর মুখার্জী ও মো. রফিকুল ইসলাম। আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।