ভিন্ন স্বা‌দের খবর

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড় -নাসা

By Daily Satkhira

March 15, 2018

পৃথিবীর দিকে একটি সৌরঝড় ধেয়ে আসছে বলে জানিয়েছে নাসা। সূর্যপৃষ্ঠে বিস্ফোরণের ফলে নির্গত সৌরতরঙ্গ পৃথিবীর দিয়ে ধেয়ে আসছে বলে জানা গেছে। সঠিক সময় জানা না গেলেও, পৃথিবীতে এই সৌরঝড়ের প্রভাব দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

তবে এর জেরে আদতে কী প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর জেরে মেরু অঞ্চলে মেরুপ্রভা দেখা যেতে পারে। তবে জারি করা হয়েছে সতর্কতাও।

সৌরঝড়ের প্রভাবে ভূ-চুম্বকীয় পরিবর্তনের জেরে স্যাটেলাইট সিগন্যালে বাধা সৃষ্টি হতে পারে। যার ফলে ইন্টারনেট বিশেষত জিপিএস সিগন্যালে সমস্যা দেখা যাওয়ার আশঙ্কা থাকছে। র‌্যাডার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে, বিমান চলাচলেও সামিয়ক বাধা দেখা দিতে পারে।

সূর্যের বহিঃস্তরের উচ্চতাপযুক্ত প্লাজমার আবরণ থেকে তড়িদাহত কণার স্রোত বেরিয়ে আসে। এবং ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলা হয় সৌরঝড়।