খেলা

দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখে চলেছেন নারীরা

By daily satkhira

November 09, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিসেস্ সেলিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। এ সময় তিনি বলেন, ‘সাতক্ষীরায় নারী খেলোয়ারদের অংশ গ্রহণে এ বিপুল সমাগম প্রমাণ করে এ জেলার নারীরাও খেলাধুলায় এগিয়ে। দেশের অর্ধেক নারী। নারীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খেলাধুলার মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি সত্য, সুন্দর এবং শৃঙ্খলার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখবে নারীরা।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, জেলা পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার, ৩৮ বিজিবি অধিনায়ক পতœী রিদোয়ানা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতœী শাহনাজ বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পতœী রঞ্জনা মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার পতœী শারমিন আক্তার সোমা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, এড. ফরিদা আক্তার বানু, মমতাজুন্নাহার ঝর্ণা, সাহানা মুহিদ, জ্যোন্সা দত্ত, কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মো. আহম্মদ আলী সরদার, কাজী কামরুজ্জামান কাজী, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, এ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা করেন সৈয়দ হায়দার আলী তোতা, ক্রীড়া শিক্ষক ভদ্রকান্ত, মো. আকবার আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবি খাদিজা।