ভিন্ন স্বা‌দের খবর

ভূতের ভয়ে বাংলো ছেড়েছেন সাবেক মন্ত্রী!

By Daily Satkhira

March 15, 2018

ভূতের ভয়ে সরকারি বাংলো ছেড়ে দিয়েছেন ভারতের বিহার রাজ্যের সাবেক এক মন্ত্রী। সম্প্রতি এমনই এক অভিযোগ উঠেছে। সাবেক ওই মন্ত্রীর নাম তেজ প্রতাপ যাদব। তিনি রাষ্ট্রীয় জনতা দলের নেতা।

এ বিষয়ে তেজ প্রতাপ যাদব জানান, বাংলোতে ভূত আছে। আর এজন্যই সরকারি বাংলো ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

জানা গেছে, ২০১৭ সালে নিতিশ কুমার ক্ষমতায় এলে, তেজ প্রতাপ যাদবকে সরকারি বাসভবন ছেড়ে দিতে বলা হয়েছিল।

এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে মুখ্যমন্ত্রী নিতিশের দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তেজ প্রতাপ যাদবের মাথায় গণ্ডগোল হয়েছে। তিনি মানুষের মনোযোগ আকর্ষণ করতে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন। গণমাধ্যমের খবর হওয়ার জন্য এসব উল্টাপাল্টা বকছেন তিনি।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। তিনি মন্ত্রী থাকাকালে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে ওই বাংলো ব্যবহার করতেন। তথ্যসূত্র: এনডিটিভি