সাতক্ষীরা

সাতক্ষীরায় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা

By daily satkhira

March 15, 2018

নিজস্ব প্রতিবেদক : ‘পবিত্র কুরআনের আলো, ক্ষুদে প্রতিভার সন্ধানে’ স্লোগানে হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ইমাম সমিতি জেলা শাখার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক ও দন্ত চিকিৎসক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। প্রধান অতিথি বলেন, ‘ক্ষুদে হাফেজরা যেভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করেছেন তা অসাধারণ প্রতিভার উদ্ভব। ছোট হাফেজদের পড়া শুনে আমরা মুগ্ধ হয়েছি। আমরা চাই আগামী দিনে তোমরা জাতীয় পর্যায়ে সম্মান লাভ করবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, খুলনার সহ-সভাপতি হাফেজ মাও. কবির হুসাইন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সভাপতি মাও. আব্দুর রশিদ, সেক্রেটারি হাফেজ মাও. জাহাঙ্গীর আলম, হাফেজ মাও. শাহাদাৎ হোসাইন, হাফেজ মাও. জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ মো. শহিদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় ৫ জন হাফেজ ছাত্রকে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়েছে। ইয়েস কার্ড প্রাপ্ত ছাত্ররা হলেন হাফেজ মো. তৌহিদুজ্জামান, হাফেজ মো. আলী হাসান মুজাহিদ, হাফেজ মো. আবু বক্কর ছিদ্দীক, হাফেজ ইমরান হোসাইন ও হাফেজ মো. সাদ হোসেন।