সাতক্ষীরা

ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর নির্বাচন দেওয়ার নির্দেশ

By daily satkhira

March 15, 2018

নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ১১৫৯) এর আগামী ৩০ দিনের মধ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনা। ১৫ মার্চ ২০১৮ তারিখে রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স ও পরিচালক (অঃদাঃ) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৪০.০২. ০০০০.১০৩.৩৪. ২২৫৬.৯৬(খন্ড-২).১৪.৪৮৮/১(৫) নং স্মারকে এ নির্দেশ দেওয়া হয়। প্রাপ্ত তথ্য জানাগেছে, ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ১১৫৯) এর বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ইউনিয়নে কোন নির্বাচন দেন না এবং নতুন সদস্য অন্তর্ভূক্তি না করে ক্ষমতা কুক্ষিগত করে রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এঘটনায় ইউনিয়ন সাধারণ শ্রমিকরা নির্বাচনের দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে সহকারী শ্রম পরিচালক কর্তৃক সরেজমিনে তদন্ত করে সকল সদস্যের অংশগ্রহণ মূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করার জন্য ১৯ ফেব্র“য়ারী২০১৭ তারিখের ২৩২(৮) নং পত্রে নির্দেশনা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা খুলনা শ্রম আদালতে ১৮/২০১৭ নং মামলা দায়ের করেন তারা। কিন্তু ০৪মার্চ২০১৮ তারিখে শ্রম আদালত উক্ত মামলাটি খারিজ করে দেন। এছাড়া বাংলাদেশ শ্রম আইন২০০৬(সংশোধিত,১৩), ৩১৭(৪)(ঘ) ধারা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৭৩৭২/২০০১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮জুলাই ২০১৪ তারিখের আদেশ মোতাবেক ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া আবশ্যক। সে অনুযায়ী আগামী ১৫ দিনের অর্থ্যাৎ ৩০ মার্চ ২০১৮ তারিখের মধ্যে আগ্রহী প্রকৃত শ্রমিকদের ইউনিয়নের সদস্যভূক্ত করে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর নির্ধারিত ফরম৫৮(ক) ধারা১৮১(ক) এবং বিধি(১৭০(১) দ্রষ্টব্য এ সদস্য রেজিষ্ট্রার হালনাগাদ সংরক্ষণ করে অনুচ্ছেদ ৩ এর নির্দেশনা প্রতিপালন পূর্বক ইউনিয়নের গঠনতন্ত্রের বিধান মোতাবেক আগামী ৩০ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে সকল সদস্যের অংশগ্রহণ মূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য নির্দেশ দেয় বিভাগীয় শ্রম আদালত। উক্ত তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে না পারলে ইউনিয়নের রেজিষ্ট্রেশন বাতিলের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে।

১৫.০৩.২০১৮