অনলাইন ডেস্ক: গত বছর ফাইনালই যেন এবার কোয়ার্টার ফাইনালে হয়ে যাচ্ছে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যাচ্ছে দু’দল। রিয়াল চাইবে জুভদের আরও একবার হারিয়ে সামনে এগিয়ে যেতে। আর জুভেন্টাস চাইবে, গত বছর ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে রিয়ালকে বিদায় করে দিতে। মোটের ওপর, কোয়ার্টার ফাইনালেই এক পশলা উত্তেজনা অপেক্ষা করছে ফুটবল পাগল সমর্থকদের জন্য।
রিয়াল মাদ্রিদ খুব কঠিন এক প্রতিপক্ষ পেলেও লিওনেল মেসিদের ক্লাব বার্সেলোনা পেয়েছে সহজ প্রতিপক্ষ। আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমাকে পেলো তারা কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে। সেমিতে ওঠার পথে মেসিদের সামনে খুব কঠিন বাধাই পড়লো না।
তবে, উত্তেজনা ছড়াবে অন্য আরেকটি ম্যাচে। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব লিভারপুল আর ম্যানচেস্টার সিটি যে মুখোমুখি হয়ে গেলো কোয়ার্টার ফাইনালেই! একটি দলকে নিশ্চিত বিদায় নিতে হবে, এটা তো ঠিক। তারওপর, প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বী ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কারণে এখন থেকেই বলতে গেলে ভাগ হয়ে যাবে পুরো ইংল্যান্ডের ফুটবল।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখেরও সেমিতে ওঠার পথটা সহজ করে দিলো কোয়ার্টার ফাইনালের ড্র। তারা পেলো স্প্যানিশ ক্লাব সেভিয়াকে।