সাতক্ষীরা

তড়িঘড়ি করে নিমমানের মালামাল দিয়ে বিনেরপোতা হাটের ঢালাই করতে গিয়ে তোপের মুখে চেয়ারম্যানের পলায়ন !

By daily satkhira

March 17, 2018

নিজস্ব প্রতিবেদক : কোন প্রকৌশলীর উপস্থিতি বা পরামর্শ ছাড়াই গোপনে তড়িঘড়ি করে নিম্ন মানের ইট,খোয়া, বালি দিয়ে বিনেরপোতা বাজারের ঢালাই করতে গিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল। এসময় তার আরেক সহযোগী সদ্য ইউনিয়ন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত আব্দুল হান্নান মেম্বরকে গণধোলায় দিয়েছেন তারা। শনিবার দুপুরে ২টার দিকে লাবসা ইউনিয়নের বিনেরপোতা মাছবাজারে এ ঘটনা ঘটে। বিনেরপোতা বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বিনেরপোতা মৎস্য বাজার সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে। এবার বিনেরপোতা হাটের কাপেটিং রাস্তা হতে হাটের শেষ পর্যন্ত রাস্তা কংক্রিট ঢালাই নির্মাণের জন্য ৭টি প্রকল্পে মোট ১২লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা বরাদ্ধ দেন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কিন্তু উক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের শর্ত স্বাপেক্ষে গত ০৫ ডিসেম্বর১৭ তারিখে ২৮৭৭৭১৫ নং চেকে ১২লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। অথচ টাকা উত্তোলনের ২ থেকে আড়াই মাস অতিবাহিত হলেও বিনেরপোতা হাটে ৭টি প্রকল্পের একটিও বাস্তবায়ন করা হয়নি। এঘটনায় স্থানীয় মেম্বর ও ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্র“য়ারি পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের। এঘটনায় ডিডিএলজি আব্দুল লতিফ খান ২৬ফেব্র“য়ারি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান এবং অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে আশ্বাস প্রদান করেন। এঘটনায় ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ ২৮ ফেব্র“য়ারী ’১৮ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এঘটনায় প্রায় ৩ সপ্তাহ অতিবাহিত হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন দৃশ্যপদক্ষেপ না দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে গত ১১ মার্চ ডিডিএলজি আব্দুল লতিফ খান জানান এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী তহমিনা খাতুন অবশ্য তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্র“তি দেন। এদিকে উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষ নিয়ে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হন ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নান ও ০১ওয়ার্ডের মেম্বর রাম প্রসাদ। এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ অবগত হয়ে মেম্বর আব্দুল হান্নানকে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করেন। এর জের ধরে নিজের দূর্নীতি ঢাকতে মেম্বর আব্দুল হান্নান ও রাম প্রসাদের সহযোগিতায় চেয়ারম্যান আব্দুল আলিম শনিবার দুপুরে গোপনে তড়িঘড়ি করে নিম্ন মানের ইট,খোয়া দিয়ে বিনেরপোতা বাজারের রাস্তা ঢালাই করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও ব্যবসায়ীরা এক প্রতিবাদ করেন। এসময় চেয়ারম্যান আলিম তাদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হলেও গণধোলায়ের শিকার হন মেম্বর আব্দুল হান্নান। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মেম্বর আসাদুজ্জামান, মেম্বর আরিজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। বক্তারা অবিলম্বে উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বরাদ্ধ হওয়া সম্পূর্ণ অর্থ ব্যয় করে বিনেরপোতা বাজারের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় শনিবার বিকাল ৪.৪০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।

১৭.০৩.২০১৮