কালিগঞ্জ

বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নলতায় র‌্যালি ও আলোচনা সভা

By daily satkhira

March 17, 2018

তরিকুল ইসলাম লাভলু : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জন্ম দিনের কেক কাটা পরবর্তী বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কার্য্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল হোসেন পাড়,এমপি প্রতিনিধি আব্দুল খালেক, এ্যাড. আব্দুল জব্বার, ইব্রাহিম খলিল, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম উল্যাহ, সাধারণ সম্পাদক মহিববুল্লাহ, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান,নলতা কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক নয়ন প্রমূখ। এদিকে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার সকাল ৯ টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের আয়োজনে অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,জাতিয় সংগীতের সাথে দেশাত্মবোধক গান পরিবেশণ পরবর্তী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে। এসময় নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম। পরে নলতা কলেজের হলরুমে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জন্ম দিনের কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর স্মরণে কবিতা ও গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।