ধুলিহর প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের স্থাপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ব্যাপক, উৎসাহ,উদ্দীপনা,আনন্দঘন ও মনোরম পরিবেশে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে গতকাল বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ ও ধুলিহর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু ও শিশু একে অপারের সাথে জড়িত। শিশুদের সাথে ছিলো সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর গভীর প্রেম ও ভালোবাসা। বঙ্গবন্ধু যেমন শিশুদের ভালবাসতেন তেমনি তিনি শিশুদের অধিকার আদায়েও পিছপা হয়নি। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র ম-ল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক স.ম জালাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন শফি,সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, সালাম সানা,ইউপি সদস্য আনিছুর রহমান,রাজ্জাক মোল্যা,বিপ্লব বিশ^াস, তপন শীল,শফি,এবাদুল ইসলামসহ সকল সদস্য,সদস্যা,গ্রাম্য পুলিশ,ইউনিয়ন ছাত্রলীগ,যুবলীগসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন ধুলিহর পরিষদ মসজিদের হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ- ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ঃ- ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এছাড়া বিডিএফ প্রেস ক্লাব,ডিবিএফ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখা ব্রহ্মরাজপুর,নুনগোলা এনএনবিকে আল মদিনা দাখিল মাদ্রাসা,জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধুলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।