দেবহাটা

৩১ মার্চ দেবহাটায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

By Daily Satkhira

March 18, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার নতুন ভবন তৈরীর কাজ শেষ। নতুন এই ভবনটি উদ্বোধন করতে আগামী ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) দেবহাটায় আসছেন বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র মতে, আগামী ৩১ মার্চ দেবহাটা থানার নবনির্মিত ভবনটি উদ্বোধন করতে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে নলতা আসবেন।

তিনি সেখানে নলতা খাঁন বাহাদুর আহছাইনউল্লাহ (রঃ) এর মাজার জিয়ারত করে সড়কপথে দেবহাটায় আসবেন। এখানে তিনি থানার নতুন ভবন উদ্বোধন করে দেবহাটা হাইস্কুল সম্মুখে স্থানীয় সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় শেষে তিনি আবারো নলতা যাবেন এবং সেখানে দুপুরে মধ্যহ্নভোজ করে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আঃলীগে আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করবেন। পরে তিনি শ্যামনগরের গিয়ে সুন্দরবন ঘুরবেন বলে প্রাথমিক তথ্য মতে জানা গেছে। তবে আগামী ৩/৪ দিনের মধ্যে সিডিউলের বিস্তারিত জানা যাবে। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ইং ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়। ঐ ভবনটি ছিল বাংলাদেশের একটি প্রাচীন র্কীতির নিদর্শন। কিন্তু ঐ ভবনটি অত্যন্ত খারাপ ও জরাজীর্ন হওয়ার কারনে ভবনটি ভেঙ্গে উক্ত স্থানে একটি নতুন ভবন করার প্রস্তাব পাশ করা হয়। যার কারনে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে একটি ৪ তলা থানা ভবন ও প্রাচীর নির্মান করার জন্য টাকা বরাদ্দ দেয়া হয়। সূত্র মতে জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মান বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ^াস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ইং ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ইং ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে ঘষামাজা ও রং শেষ করার কাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র উপজেলা আঃলীগের পক্ষ থেকে কয়েকটি সভা করা হয়েছে। সভায় মন্ত্রীর আগমন ও জনসভাকে সফল করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের বিষয়টি আমরা শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে আমাদের করনীয় নির্ধারন করা হয়েছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আগামী ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দেবহাটায় আগমেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।