শ্যামনগর

নুরনগরে সরকারি গাছ কেটে প্রাচীর নির্মাণ

By daily satkhira

March 18, 2018

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে রাস্তার পাশের সরকারী গাছ কেটে প্রাচীর নির্মাণ করা হয়েছে। নুরনগর-দুরমুজখালী সড়কের দিঘীর পাড় এলাকার কাতার প্রবাসী আব্দুর রাজ্জাক(বকুল) এর স্ত্রী রাশিদা বেগম তার বাড়ির প্রাচীর নির্মাণ করার জন্য রাস্তার পাশের সরকারী একাধীক বাবলা গাছ কেটে নিয়েছে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশের কিছু গাছ কয়েক দিন আগে এবং সদ্য দুই/তিন টি বাবলা গাছ কেটে নিয়েছে জমির মালিকের স্ত্রী। এছাড়া গাছের গুড়ী গুলো জমির মালিকের বাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। এলাকার সাধারণ মানুষের ভাষ্যমতে একের পর এক সরকারি গাছ অসাধু মহলের ছত্রছায়ায় কাটা হচ্ছে কিন্তু নুরনগর ভুমি অফিস নাকি ঘুমাচ্ছে। এ বিষয়ে সচেতন মহলের প্রানের দাবি, এহেন কাজের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।