সাতক্ষীরা

বিনেরপোতা হাট বাজারের সংস্কার কাজ স্থগিতের নির্দেশ

By daily satkhira

March 18, 2018

নিজস্ব প্রতিবেদক : লাবসার বিনেরপোতা হাট বাজারের সংস্কার কাজ স্থগিত করার নির্দেশ দিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। গত ১৮ মার্চ ২০১৮ তারিখে ০৫.৪৪.৮৭৮২.০০১.০৫.০০৭.২০১৭-৫০১ স্মারকে একটি নোটিশের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়। উক্ত নোটিশে উল্লেখ করা হয়েছে হাট-বাজারের ১৪২৪ সালের ইজারালদ্ধ অর্থ হতে সাতক্ষীরার লাবসা ইউনিয়নে প্রদত্ত ৪৬% ও ১৫% অর্থ সর্বমোট ৪৯ লক্ষ ৪৪ হাজার ৬১১ টাকা আত্মসাথের অভিযোগের তদন্ত করা হবে। উক্ত অভিযোগ তদন্তের স্বার্থে আগামী ২৮ মার্চ বুধবার সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে অভিযোগকারী প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু কে এবং একই বেলা সাড়ে ১১টায় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল আলিম ও সচিব আব্দুর রাজ্জাক কে উপস্থিত হওয়ার অনুরোধ জনানো হয়। এছাড়া অভিযোগাধীন অর্থ দ্বারা(যদি অবশিষ্ট থাকে) কোন কার্যক্রম/প্রকল্প(চলমান থাকলে) তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আপাতত: স্থগিত করার জন্য অনুরোধ জানান সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। এদিকে সদর উপজেলার নির্বাহী অফিসারের এ নির্দেশ উপেক্ষা করে রবিবার তড়িঘড়ি করে বিনেরপোতা হাটের ঢালাই কাজ চালিয়েছে বলে অভিযোগ করেন হাটের ব্যবসায়ীরা। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।