সাতক্ষীরা

সদরের বিভিন্ন খাল ও নদী পরিদর্শনে জেলা নাগরিক আন্দোলন মঞ্চ

By daily satkhira

March 18, 2018

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা এলাকা ও বিভিন্ন নদী ও খালের বাস্তব অবস্থা দেখার জন্য শনিবার সকাল ৮ টা থেকে কলারোয়া, ঝাউডাঙ্গা, বল্লী, আখড়াখোলা, লাবসা ইউনিয়নের বর্ষা মৌসুমে যে সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই সব জলাবদ্ধতা এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। নেতৃবৃন্দের কাছে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা জানান যে, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্লুইজ গেট গুলি নতুনভাবে নির্মাণ করার কথা বললেও বর্ষা মৌসুম চলে যাওয়ার সাথে সাথে তারাও ভুলে যান। ফলে পানি নিস্কাশনের শাখা নদীগুলো মৃত প্রায়। এমন অনেক খালের অস্তিত্ব আজ আর নেই। বেতনা নদী খননের নামে, ব্যাপাক দুর্নীতি করার কারণে আখড়াখোলা, লাবসা, ঝাউডাঙ্গার নতুন নতুন এলাকা প্রতিবছরই প্লাবিত হচ্ছে। এব্যাপারে জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানালেও তারা কোন কোর্ণপাত করে না। দ্রুততার সাথে যদি বেতনাসহ অন্যান্য নদী ও খাল গুলি খনন করা না হয় তবে পুরা সাতক্ষীরা জেলা দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার কবলে পড়বে। এছাড়া রাস্তাঘাট গুলি চলাচলের একেবারে অনুপযোগী। সাধারণ মানুষের নাগরিক সুবিধা বলতেই কিছুই নেই। বিভিন্ন এলাকার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, যুগ্ম আহবায়ক শুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, আনোয়ার জাহিদ তপন, সদস্য সচিব আলী নুর খান বাবুল, যুগ্ম সদস্য সচিব রওনক বাশার, এড. মনির উদ্দীন, মনিরুজ্জামান প্রমুখ।