পাটকেলঘাটা প্রতিনিধি: দেশের সার্বিক উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই। নারী শিক্ষার হার বৃদ্ধি করে, নারীর ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে বলে বক্তব্য দেন বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান। তিনি আরও বলেন আওয়ামী সরকারের কাছে কিছু চাওয়া লাগে না, এমনিতেই দিয়ে দেয়। দেশে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণ করেছে আওয়ামী সরকার। বর্তমান সরকার শিক্ষা খাতে তীক্ষ্ম নজর রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, একটি উন্নত জাতি হিসাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে দাঁড় করাতে হলে শিক্ষার গুনগত মান বৃদ্ধি ছাড়া বিকল্প নাই। বৃহস্পতিবার সকাল ১১টায় পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি। কুমিরা মহিলা কলেজটি খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করায় তিনি কলেজের গভার্নিং বডি, শিক্ষক – শিক্ষার্থীদের ভুয়সী প্রশংসা করেন। প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চলনায় ও গর্ভানিং বডির সভাপতি সাবেক এম.পি ইঞ্জিনিয়ার শেখ মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তালা কলারোয়ার আসনের সংসাদ এ্যাড. লুৎফুল্লাহ মোস্তফা বলেন, সরকার প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজকে সরকারি করণের পদক্ষেপ নিয়েছেন। পাটকেলঘাটা থানা যখন উপজেলায় পরিণত হবে তখন মহিলা কলেজকে জাতীয় করণ করা হবে। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সংরক্ষিত আসনের মহিলা সাংসদ রিফাত আমিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়াম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, যুবলীগ তালা উপজেলার সভাপতি সরদার জাকির হোসেন, ছাত্রলীগ উপজেলা সভাপতি সরদার মশিয়ার, এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুর আরা জামান। অনুষ্ঠানের শেষে মাননীয় মন্ত্রী ১৭ জন কৃর্তি ছাত্রীদের হাতে সম্মননা স্মারক তুলে দেন।