আন্তর্জাতিক

গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

By Daily Satkhira

March 20, 2018

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করা হয়েছে। আটকের পর মঙ্গলবার সকাল থেকে প্যারিসের উত্তর-পশ্চিমে নানতেরিতে একটি পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১২ সালে নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির কাছে সারকোজি পাঁচ কোটি ডলার অর্থ নিয়েছিলেন এমন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে, ২০১৪ সালেও তাকে ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ২০০৭-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে থাকা নিকোলাস সারকোজি।