জাতীয়

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর এই অবদান শেখ হাসিনার:অধ্যাপক ডা:আ ফ ম রুহুল হক এমপি

By daily satkhira

March 20, 2018

তোষিকে কাইফু : মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে “স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ: বিজ্ঞান ও প্রযুক্তির অবদান ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেন, “বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশকে উন্নয়শীল দেশে রুপান্তর করেছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের গর্বিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন,তখন দেশের অর্থনীতির অবস্থা নাজুক ছিল। প্রধানমন্ত্রীর সততা,মেধা,গভীর প্রজ্ঞা,রাজনৈতিক দুরদর্শিতা মাধ্যমে স্বল্পোন্নত দেশকে তিনি উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন।তার এই অসামান্য অবদান বাঙ্গালী জাতি স্মরনে রাখবে চিরকাল। উল্লেখ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে আজকের এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, ড.কামাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দার, অতিরিক্ত সচিব(প্রশাসন) তৌহিদা বুলবুল, অধ্যাপক ড. নঈম নিজাম,প্রৌকশলী ইমতিয়াজ কামাল,স্বপন কুমার রায়,মো: ফারুক হোসেন সহ প্রমুখ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নুরুল করিম।