প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনার অভিমুখে আলোর মিছিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জজকোর্টের পিপি এড. ওসমান গণি, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, প্রভাষক ইদ্রিস আলী, নিত্যনন্দ সরকার, স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, রওনক বাসার, এড. মুনির উদ্দিন, লোদী ইকবাল, লুৎফর রহমান প্রমুখ। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে সন্ধ্যা সাড়ে ৬ টায় আমতলা মোড়ের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, আলোর মিছিল সহকারে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক শহিদ মিনার চত্বরে সমাবেশ ও আগামী ৩০ মার্চ সকাল ১০ টায় নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলী নূর খান বাবুল।