আশাশুনি

আশাশুনিতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

By daily satkhira

November 10, 2016

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা ও থানার সাব ইন্সপেক্টর মোঃ সোয়েব। আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহে সকল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে নতুন গ্রাহক বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্যের সেবা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের সেবার মান বৃদ্ধি, ০-৫ বছর বয়সী শিশুদের সেবার মান উন্নয়ন, গর্ভবতী মায়েদের সেবা প্রদান ও মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনা করা হয়।