যশোর

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

By Daily Satkhira

March 21, 2018

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসার সময় ১০৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা। মঙ্গবার গভীর রাতে বেনাপোলের দৌলতপুর বালুর মাঠ এলাকায় থেকে এ বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসব মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে একদল চোরাকারবারী ফেন্সিডিলসহ ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের বালুর মাঠ এলাকায় অবস্থায় করছে। এ সময় বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাদেরকে ধাওয়া করলে মাথায় বহনকৃত ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। এই সময় সেখান থেকে তাদের ফেলে যাওয়া ১০৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক জানান, আটককৃত ১০৯৫ বোতল ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৪,৩৮,০০০/- টাকা।