স্বাস্থ্য

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

By Daily Satkhira

March 21, 2018

অনলাইন ডেস্ক: রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গুলশান-২ এ অবস্থিত এ হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারওয়ার আলম বলেন, ইউনাইটেড হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাব, হিস্টোপ্যাথলজিল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, হেমাটোলজি ল্যাবসহ সব ল্যাবে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন টেস্টে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অপারেশনের পর সেলাইয়ে ব্যবহৃত সুতার মেয়াদও প্রায় শেষ পর্যায়ে। মাত্র সাতদিন মেয়াদ থাকলেও এক্ষেত্রে কর্তৃপক্ষের যথাযথ কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। হাসপাতালটির ফার্মেসিতে বেশ কিছু ওষুধ পাওয়া গেছে, যা অননুমোদিত প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। এর আগেও একাধিকবার অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে জরিমানা করা হয়েছে।