নখে ছত্রাকের আক্রমণজনিত সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টিনিয়া আংগুইয়ামা বলে। রোগটি খুবই অস্বস্তিকর। লক্ষণ হাত ও পায়ের নখে সাদা সাদা দাগ হবে দিনে দিনে নখ ক্ষয়ে ছোট হয়ে যেতে পারে। কী করবেন এ ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল ক্যাপসুল যেমন, ফ্লু- কোনাজল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। তবে তার আগে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। বিশেষ করে লিভার ফাংশন ঠিক রয়েছে কি না দেখে নেওয়া প্রয়োজন। কী করবেন না আক্রান্ত জায়গা বেশিক্ষণ ভিজা রাখবেন না এবং খুঁটবেন না। অনেক ক্ষেত্রে পুরোপুরি ভালো হবার জন্য এক বছর পর্যন্ত ওষুধ খেতে হতে পারে, অতএব এসব ক্ষেত্রে ধৈর্য হারিয়ে মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করবেন না। লিভার ফাংশন টেস্ট না করে এ ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ, তবে ডাক্তার রোগীকে পর্যবেক্ষণ করে যদি ওষুধ দেওয়ার উপযুক্ত মনে করেন তবে দিতে পারবেন।