সাতক্ষীরা

সংবাদ প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে-কল্যাণ ব্যানার্জি

By Daily Satkhira

November 11, 2016

নিজস্ব প্রতিবেদক: একজন সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সংর্কতা অবলম্বন করতে হবে। কোন সংবাদে যদি কারও বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয় তবে অবশ্যই অভিযুক্ত ব্যক্তির বক্তব্য থাকতে হবে। বিশেষ করে অনুসন্ধানী সংবাদ প্রকাশের ক্ষেত্রে সময় নিয়ে সঠিক তথ্য উৎঘাটন করতে হবে। আক্রোশবশত কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যাবে না। সংবাদ হতে হবে নির্যাতিত, নিরীহ মানুষের পক্ষেÑ দৈনিক আজকের সাতক্ষীরাসংবাদকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতার নীতি মেনে কাজ করতে হবে। ইচ্ছে হলেই কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যাবে না। তথ্য যথাযথভাবে যাচাই বাছাই করে তবেই তা প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার দিনব্যাপী দৈনিক আজকের সাতক্ষীরা কার্যালয়ে দৈনিকটির এক প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা’র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, দৈনিক আজকের সাতক্ষীরার মফঃস্বল বার্তা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, কালিগঞ্জ ব্যুরো প্রধান এস. এম আহমাদ উল্যাহ বাচ্চু, বিশেষ প্রতিনিধি শেখ মোমিনুর রহমান, মোঃ মাহফুজুর রহজমান তালেব, মীর দেবহাটা ব্যুরো প্রধান মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধি কে এম রেজাউল করিম, ঝাউডাঙ্গা ব্যুরো প্রধান জি. এম. আবুল হোসেন, নিজস্ব প্রতিবেদক মাহাফিজুল ইসলাম আককাজসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালার প্রথমভাগে ‘সংবাদ সংগ্রহের কৌশল ও সংবাদের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার উপায়’ বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করেন জেলার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। দ্বিতীয়ভাগে বাংলা বানানের নিয়ম ও রীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম।