কালিগঞ্জ

সাতক্ষীরা ৪ আসনের সীমানা পুননির্ধারণ হওয়ায় কালিগঞ্জে আনন্দ র‌্যালি

By daily satkhira

March 22, 2018

আরাফাত আলী : সাতক্ষীরা ৪ আসনের সংসদীয় সীমানা পুননির্ধারন হওয়ায় কালিগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কর্যালয়ে অনুষ্ঠিত আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,উপজেলার ধলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন,বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন,মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন,চম্পাফুল ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগ কার্যলয় থেকে একটি আননাদ র‌্যালি বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। একই সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রার্থীর সুযোগ সৃষ্টি হওয়ায় অনেকে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক সাতক্ষীরার দুটি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারন অনুযায়ী কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন নিয়ে ৪ আসন এবং দেবহাটা ও আশাশুনির সব কয়টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা ৩ আসন গঠিত হয়েছে বলে জানা যায়।