মাষ্টার মো. মফিজুর রহমান : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মাথাপিছু বার্ষিক আয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষার হার, খাদ্য ও পুষ্টি, জলবায়ু, উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি চাষ, বিদ্যুৎ, বেকারত্ব দূরীকরণ, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থ উপার্জন সহ প্রায় ক্ষেত্রে সূচক উর্ধ্বগামির মাধ্যমে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে নানা কর্মসূচী পালিত হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক ২২ মার্চ বৃহস্পতিবার সকালে সদরের তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও অালোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক মোহন লাল ঘোষ, রীপা রাণী মন্ডল, আসাবুর রহমান, তনুজা আফরোজ, মো. কবিরুল ইসলাম সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি শিক্ষক ও ডেইলী সাতক্ষীরা’র সাংবাদিক মাষ্টার মো. মফিজুর রহমান।