দেবহাটা ব্যুরো : দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি বিষয়ক আলোচনা সভা বৃহষ্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় শিক্ষা ও স্বাস্থ্য অনুবিধিতে শিশু পরিচালিত সামাজিক জবাবদিহিতা কাঠামো প্রকল্পের আওতায় শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাবদিহিতা কার্য্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। শুরুতে প্রকল্পের কার্য্যক্রম তুলে ধরেন ব্রেকিং দ্যা সাইলেন্সের সিনিয়র প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষিকা অনিমা সিংহ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, শিক্ষার্থী শাহাজাদা ও কামিনী পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং আগামীতে কার্য্যক্রম নির্ধারন করা হয়।