রাজনীতি

পৌর আ.লীগ সভাপতি সায়ীদের বিরুদ্ধে গঠনতন্ত্র লংঘনের অভিযোগ

By Daily Satkhira

November 11, 2016

প্রেস বিজ্ঞপ্তি: পৌর আ.লীগের একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মুন্সী ইমাদ উদ্দিন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মোমীন উল্লাহ মোহন, আলমগীর হাসান আলম, যুগ্ম সম্পাদক মীর মাহমুদ আলী আবীর, জয়নুল আবদীন জসী, শাহাঙ্গীর হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী ইকবাল হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফীনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা প্রমুখ। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন জেলা আওয়ামীলীগের বিগত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ ও পৌরসভার কমিটির সমন্বয়হীনতার কারণে স্ব স্ব ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যকে নিয়ে ৫ সদস্যেন কমিটি করে ২৬ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু জেলা আ.লীগের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে পৌর আ.লীগের তথাকতিত সভায় গঠনতন্ত্র পরিপন্থীভাবে ৫নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে। সভায় বক্তারা আরো বলেন, ‘পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ গত ৯ ডিসেম্বর পৌর আওয়ামীলীগের একতরফা কার্যনির্বাহী কমিটির সভায় পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে। যা পৌর আওয়ামীলীগের গঠনতন্ত্র পরিপন্থী।’ প্রতিবাদ সভায় পৌর আওয়ামীলীগের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।