সাতক্ষীরা

২৬ মার্চ উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র বিভিন্ন প্রতিযোগিতা

By daily satkhira

March 23, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস-২০১৮ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইবেরি’র আয়োজনে লাইব্রেরি’র পাঠকক্ষে তিনটি গ্রুপে প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। “ক” গ্রুপ দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির চিত্রাংকন প্রতিযোগিতায় বিষয় ছিল মুক্তিযুদ্ধের দৃশ্য, “খ” গ্রুপ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল স্বাধীনতার যুদ্ধের কথা, “গ” গ্রুপ ৯ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল বাংলাদেশ স্বাধীন হলো। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইবেরি’র সহ-সভাপতি গাজী আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, শেখ তহিদুর রহমান ডাবলু, অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক বিশিষ্ট চিত্র শিল্পী এম.এ জলিল প্রমুখ। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সন্ধ্যার অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।