সাতক্ষীরা

রইচপুরে ৩’শ বিঘা জমিতে জেলা প্রশাসনের সাইবোর্ড স্থাপন

By daily satkhira

March 23, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত শহরের রইচপুরে ১০০.৩৩ একর জমি সীমানা নির্ধারণ করে সাইবোর্ড স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকালে সদর ভূমি অফিসের কর্মকর্তা বাবু কান্তিলাল সীমানা নির্ধারণ করে সাইবোর্ড স্থাপন করেন। এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন গত ১৬মার্চ বিকালে উদ্ধার করা সরকারি সম্পত্তি পরিদর্শন করেন এসময় তিনি জমি খালি করার জন্য ১মাস সময় বেঁধে দেন। উল্লেখ্য : বিগত কয়েক বছর ধরে পলাশপোল মৌজায়, বিল আবাদালি জে এল নং- ৯৪, ডি এস খতিয়ান ১৯৯৪, দাগ নং- ৪২৩১ জমির পরিমাণ ৫২ শতক, ৪২৩৮ দাগে ৭৪ এ কর ৩৪ শতক, ১২৮০ দাগে ১১৮ একর ৪ শতক ৩টি দাগে ১৯২ একর ৯০ শতক সম্পত্তি। ভূমিদস্যুরা স্বাধীনতার পর থেকে সরকারি জমি দখলে নিয়ে লক্ষ-লক্ষ টাকা রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করছিলো এমন অভিযোগের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সরেজমিনে উপস্থিত হয়ে পৌর ৭নং ওয়ার্ডস্থ রইচপুর সাতক্ষীরা মৌজা এলাকা থেকে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করেন সীমানা নির্ধারণ করে দেন। এসময় ১নং খাস খতিয়ানের ৩০০ বিঘা জমি মাপ যোগ করে লাল পতাকা ও সাইনবোর্ড উত্তোলন করা হয়। অপরদিকে সরকারি সম্পত্তি যেন অবৈধ দখল না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের আশু হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।