কলারোয়া

কলারোয়ায় ৪ দোকানে অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

By daily satkhira

March 24, 2018

জাহাঙ্গীর আলম (লিটন)কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৪মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর ইসলাম সাংবাদিদের জানান, শনিবার সকালে দোকানে আগুন দেখে বাজারের লোকজন তাকে খবর দেয়। এসময় তিনি ফায়ার সার্ভিসে খবর দিয়ে দোকানে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তার ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপর দিকে উপজেলার হেলাতলা বাজারে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিথী সাউন্ড এন্ড ডেকোরেটর ঘরে মালামাল পড়ে চাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনি তার দোকানের ২০লাখ টাকার মালামাল পড়ে যায়। এদিকে দোকানের মালিক তবিবর রহমান জানান,তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় ১২/১৩ লাখ টাকা লোন নিয়ে মালামাল তুলে ছিলেন দোকানে। তার দোকানের মালামাল আগুনে পুড়ে যাওয়ায় তিনি রাস্তায় বসে গেছেন।