২৫ শে মার্চে গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণে সাতক্ষীরা জেলা নাগরিক মঞ্চের আয়োজনে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে মোমবাতি প্রজ¦লন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন ও আলোক মিছিলে অংশগ্রহণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন। আলোক মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, নিত্যনন্দ সরকার, অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মা আবু সায়ীদ, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ারের সভাপতি ডা: সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, এড. মোস্তফা নুরুল আলম প্রমুখ। এছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উদিচি শিল্পী গোষ্ঠী, জাগ্রত সাতক্ষীরা,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরার বধ্যভূমিটি কিছু কুচক্রী মহল দখল করে নেওয়ার ফলে বধ্যভূমিটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। বধ্য ভূমিটি সংরক্ষণ করার জন্য জেলা প্রশাসকসহ উর্দ্ধতন প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এবং সাতক্ষীরার চিহ্নিত যুদ্ধাপরাধী মামলার আসামী খালেদ, রোকনুজ্জামান, আব্দুল্লাহ হেল বাকিসহ সকল আসামীদের ফাঁসির দাবি জানান এবং ২৫ মার্চের গণহত্যা দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি